দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে ওবায়দুল ইসলাম ওবি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরের দিকে বিরামপুর রেলস্টেশনের অদূরে দক্ষিণ আউটার সিগন্যাল সংলগ্ন রেল লাইনে ট্রেনে কাটা পড়া ওই কিশোরের লাশ পড়ে থাকে।
মৃত. হোটেল কর্মচারী ওবায়দুল ইসলাম ওবি (১৫) বিরামপুর উপজেলার পূর্বপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। বিরামপুর শহরের স্থানীয় এক হোটেলে কাজ করতো সে।
স্থানীয়রা জানায়, আজ সকালে বিরামপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার সিগন্যাল সংলগ্ন রেল লাইনের উপর হোটেল কর্মচারী ওবায়দুল ইসলাম ওবি’র খন্ডিত লাশ দেখে স্থানীয়রা পরিবারকে সংবাদ দেয়।
বিরামপুর রেলস্টেশন মাষ্টার এমদাদুল হক জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনে সম্ভবত সে কাটা পড়েছে। জিআরপি হিলি তদন্ত কেন্দ্রের এসআই শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে এবং খন্ডিত লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার