বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর মালামালসহ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ আগুন নেভাতে গিয়ে দুই জন গুরুতর আহত হয়েছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।
স্থানীয় বরাকোঠা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা জানান, ওই গ্রামের খান বাড়ির বাসিন্দা আবুল কালাম খানের বসতঘর থেকে সোমবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী কবির খান, রিয়াদ খান, আবু ইউসুফ খান ও আব্দুর রশিদ খানের বসতঘরে।
উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষতে ৫টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুন নেভাতে গিয়ে ওই বাড়ির বাসিন্দা মাকসুদা বেগম ও নান্টু নামের দুইজন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানাতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার