ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল ফকিরের সাথে আরেক আওয়ামী লীগ নেতা তিতাস মিয়ার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল। এ কোন্দলের জের ধরে গত তিন মাসে দুইপক্ষের একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১ জন নিহতসহ কয়েকশ' ব্যক্তি আহত হয়। গত সোমবার বিকেলে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সমাবেশ শেষে বিল্লাল ফকিরের লোকজন তিতাস মিয়ার দলের সৈয়দ খা নামের এক ব্যক্তিকে মারপিট করে। এসময় উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এরই জের ধরে মঙ্গলবার সকালে যাত্রাবাড়ি, নিজগ্রাম, রামচন্দ্রপুর, পূর্বকান্দি, শৈলডুবি গ্রামে বিল্লাল ফকিরের ও তিতাশ মিয়ার কয়েক হাজার ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। বেশ কয়েকদফা পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়। এদের মধ্যে মারাত্বক আহত অবস্থায় মোঃ হাসান মাতুব্বর (৩৫), মিজান ফকির (৩২), রিজো শেখ (৩০), ছরো মাতুব্বর (৩০), নূর ইসলাম (২৫) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সদরপুর থানা পুলিশ ৫ জনকে আটক করে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৮/হিমেল