সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ডাকুয়ার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বিকেলে ডাকুয়ার হাওরপাড়ের দেওয়ান নগর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ডাকুয়ার হাওরের ফসল রক্ষায় সরকার কয়েক কোটি টাকা বরাদ্দ দিলেও সঠিক স্থানে বাঁধ নির্মাণ না করে অপ্রয়োজনীয় অনেক জাযগায় বাঁধ নির্মাণ করা হয়েছে- যা ফসল রক্ষায় অদৌ কোন কাজে আসবে না। অপ্রযোজনীয় বাঁধগুলো হাওরে জলাবদ্ধতা সৃষ্টি করে ফসলহানি ঘটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। বক্তারা ডাকুয়ার হাওরের বোরো ফসল রক্ষায় দেওয়ান নগর হতে কলাইয়া পর্যন্ত বাঁধ নির্মাণের জোর দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, আন্দুল আউয়াল, শহিদুর রহমান, জিল্লুর রহমান, কমর উদ্দিন, আনাছ আলী, মোহাম্মদ আলী, সাব্বির আহমদ সেলিম, রইছ উদ্দিন, আলা উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার