টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি টাঙ্গাইলে জেলার ৩৬তম পুলিশ সুপার হিসেবে যোগদান করে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি এর আগে তিনি বান্দরবানের পুলিশ সুপার ছিলেন।
আজ দুপুরে তিনি পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। এসময় তিনি আরো বলেন, দায়িত্ব পালনকালে জঙ্গি, মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবেন। জীবন বাজি রেখে হলেও জঙ্গিবাদের স্থানে টাঙ্গাইল এমনকি বাংলাদেশে হবে না। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, সৈকত শাহীন, শরিফুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার