কুড়িগ্রামের ধরলা সেতু রোডে মজিদা কলেজের সামনে কার্গোর নিচে চাপা পড়ে রিফাত (০৮) নামে এক শিশু নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাকিব (৯) নামে আরেক শিশু আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে নেয়া হয়েছে। এলাকাবাসী কার্গোটি ভাঙচুর করে পুলিশে হস্তান্তর করেছে।
নিহত শিশু রিফাত ধরলা সেতু এলাকার সওদাগর পাড়ার জালাল উদ্দিনের ছেলে।
এলাকাবাসীরা জানান, ধরলা সেতুর দিক থেকে কার্গোটি শহরের দিকে যাচ্ছিল। এসময় সড়ক পাড় হতে গিয়ে ওই শিশু দুটি চাপা পড়ে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, দুর্ঘটনার কবলে পড়া কার্গোটি চট্ট-৯১-৭১৭৬ নম্বরের এবং হযরত দৌলত রাঃ নামের।
বিডি প্রতিদিন/১৩ মার্চ ২০১৮/এনায়েত করিম