কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি অস্ত্র ও গুলিসহ সালমান হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে রামু থানা পুলিশ।
মঙ্গলবার উপজেলার রশিদ নগর ইউনিয়নের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত অস্ত্র ব্যবসায়ী একই এলাকার আব্দুল ছবির ছেলে।
রামু থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে এম লিয়াকত আলী জানান, উপজেলার রশিদ নগর পাহাড়তলী এলাকায় অস্ত্র বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভত্তিতে ওসি তদন্ত মিজানুর রহমান ও এস আই ছানাউল্লাহ নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও সালমান হোসেন নামের ব্যবসায়ীকে একটি কাটা বন্দুক ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/মাহবুব