ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ানুর আহমেদকে পরাজিত করেন তিনি।
রাতে সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক বিএম ফরহাদ হোসেন সংগ্রাম ৮২ হাজার ২৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীক নিয়ে রেজোওয়ানুর আহমেদ ৩৩ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৮/মাহবুব