নিম্ন মধ্যম আয়ের দেশে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালনে লক্ষ্মীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র্র পালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল ইসলাম, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডা: গোলাম মোস্তাফা খালেদ, পৌর মেয়র এম এ তাহের প্রমুখ।
সভায় আগামী ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নিম্ন মধ্যম আয়ের দেশে বাংলাদেশের উত্তরণে প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি প্রতিদিন/১৪ মার্চ, ২০১৮/ফারজানা