ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শাওনের সহপাঠী, জেলা আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বুধবার দুপুরে নগরীর জিরো পয়েন্ট মোড়ে সচেতন ছাত্র সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে নেতৃবৃন্দরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়।
মানববন্ধনে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান খোকনসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যারাই এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকুক তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন