জামালপুরের মাদারগঞ্জে যুবক-যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার ঝারকাটা ব্রিজ এলাকায় একটি গাছের সাথে সুজন ও জয়া আক্তার নামে দুই যুবক-যুবতীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই দুই যুবক-যুবতীর বাড়ি মাদারগঞ্জ উপজেলার কড়ইচূঁড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই ২ যুবক-যবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং প্রেম ঘটিত কোন বিষয়ে তারা আত্মহত্যা করে থাকতে পারে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পোস্টমর্টেমের রিপোর্ট পেলে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার