সিলেটের বিশ্বনাথে তাজ উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীর পেট কাটা
লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
তিনি সিলেট জেলার জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
বুধবার সকালে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সুরমা নদীর পাড়ে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পরিবার সূত্র জানায়, লামাকাজীর মাহতাবপুর মাছের আড়তে পান-সুপারী বিক্রি করতেন তাজ উদ্দিন।
মঙ্গলবার প্রতিদিনকার ন্যায় দোকানে গেলেও রাতে বাড়ি ফেরেননি তিনি। বুধবার সকালে একই এলাকার সুরমা নদীর পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশের পেটের নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন