জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ বিদেশি পিস্তল ও দেশি অস্ত্রসহ এক নারীকে গ্রেফতার করেছে।
আজ বুধবার সকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে আজিজ চোরা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি খালি ম্যাগজিন ও বিপুল পরিমাণ দেশী অস্ত্রসহ হোসনে আরাকে গ্রেফতার করে। হোসনে আরা জাহিদুল ইসলাম ওরফে আজিজ চোরার স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন হোসনে আরার স্বামী আজিজ চোরার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রয়েছে। অস্ত্রসহ আটক হোসনে আরার বিরুদ্ধে এসআই সাদরুল হাসান খান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিডিপ্রতিদিন/ ১৪ মার্চ, ২০১৮/ ই জাহান