ফরিদপুরের বোয়ালমারীতে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বোয়ালমারী প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার চৌরাস্তা মোড়ে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কাজী হাসান ফিরোজ, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, কাজী আমিনুল ইসলাম, কামরুল সিকদার, তৈয়বুর রহমান কিশোর, খান মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যারা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে তারা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের এখনো আটক করছেনা। সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে একদল দুর্বৃত্ত বোয়ালমারী থেকে প্রকাশিত সাপ্তাহিক আগামীর প্রত্যাশার প্রকাশক ও সম্পাদক মুরশীদ আহমেদ লিটু সিকদার ও নির্বাহী সম্পাদক খুরশীদ আহমেদ মিঠুন ওপর হামলা করে তাদেরকে আহত করে। আহত দুই সাংবাদিক এখন হাসপাতালে ভর্তি রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন