টেকনাফে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে যার মূল্য অানুমানিক মূল্য প্রায় ১৩ কোটি টাকা। ইয়াবা বহনকারী একটি ফিশিং বোটও জব্ধ করেছে পুলিশ। বোটটির মালিক কে তা পুলিশ নিশ্চিত করে জানাতে পারেনি।
স্থানীয়দের একটি সূত্রে জানা গেছে, বোটটির মালিক টেকনাফ পৌরসভার কে কে পাড়ার আব্দুর রহমান।
বুধবার রাতে অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান, পরিদর্শক (অপারেশন) রাজু আহাম্মেদ, এসআই আবুল খায়ের, এসআই সাইদুল ইসলাম, এসআই বিবেকানন্দ, এসআই রাজিব পোদ্দার, এএসআই তাপস, এএসআই শাহজাহান কবির, এএসআই সালেহ ও সঙ্গীয় ফোর্স টেকনাফ পৌর এলাকার কায়ুক খালী খালে অভিযান পরিচালনা করে সৈয়দ আলমের বরফ কলের সামনে থেকে এফ বি সাদিয়া নামক ইয়াবাসহ ফিশিং বোটটি উদ্ধার করা হয়।
বোটের মালিক ও মাঝি মাল্লারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) চাইলাউ মারমা, সহকারী পুলিশ সুপার (ডি এস বি) শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ইয়াবার প্রকৃত মালিকের বিরুদ্ধে যাচাই-বাছাই করে মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৮/ফারজানা