“পুরুষই পারে ধর্ষণ বন্ধ করতে” এই স্লোগোনে নেত্রকোনার তিনটি সংগঠন এর উদ্যোগে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ, প্রকৃতি বাঁচাও আন্দোলন ও উদীচী এই কর্মসূচীর আয়োজন করে। শহরের পৌরসভার সামনের সড়কে মানববন্ধনে সর্বস্থরের জন সাধারণ অংশগ্রহন করেন।
মানববন্ধন বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, অনলাইন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি আলপনা বেগম, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, সম্পাদক এনামুল হক পলাশ, উদীচীর সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, ওয়াকার্স পার্টির সম্পাদক সজিব সরকার রতন ও উন্মেষ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ধর্ষণ বন্ধে চাই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক গণ প্রতিরোধ আন্দোলণ। ধর্ষণের বিরুদ্ধে হোক প্রতিরোধ। এই সামাজিক ব্যাধি দূর করতে আইনের সুষ্ঠু প্রয়োগ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, ধর্ষণ মমালা রায় ৩ মাসের মধ্যে শেষ করতে হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন