সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নকল দুধ তৈরীর সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৬০ কেজি নকল দুধসহ সামছুল আলম নামে একজনকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক সামছুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। জব্দকৃত দুধ পুকুরে ফেলে দেয়া হয়েছে।
বুধবার দুপুরে নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের নেতৃত্বে উপজেলার মোহনপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চল মোহনপুর ও এলেংজানী এলাকায় দীর্ঘদিন যাবত ডিটারজেন্ট পাউডার, সয়াবিন তেল, সোডা, স্যালাইন, চিনি, গুড়া দুধ দিয়ে নকল দুধ, ঘি, ছানা তৈরী করে মিল্কভিটা ও প্রাণ, আড়ং, আকিজ কোম্পানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে মোহনপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় নকল দুধ তৈরীর ১৬০ কেজি দুধসহ এলেংজানী গ্রামের শামসুলকে আটক করা হয়। তবে কারখানার মালিক পালিয়ে যায়। পরে আটক শামসুলকে কারাদণ্ড দেয়া হয় এবং মালিক রাঘলপুর গ্রামের আলমিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উপজেলা নির্বাহী মো. আরিফুজ্জামান আরো জানান, নকল দুধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন