প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সাথে জড়িত অভিযোগে দিনাজপুরে মো. শামীম সিদ্দিক (১৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে জেলার চিরিরবন্দরের আমতলী বাজার এলাকা থেকেতাকে আটক করা হয়। শামীম সিদ্দিকের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সরসতীপুর (বেজাই) গ্রামে।
র্যাব-১৩ দিনাজপুর জানায়, শামীম সিদ্দিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল। ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত একাধিক গ্রুপ, পেজের এডমিন হিসেবে সে দায়িত্ব পালন করতো। সে বিভিন্ন লোকজনকে প্রতারণার উদ্দেশ্যে প্রলুদ্ধ করতো। সে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্অ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতো এবং প্রতারণার অর্থ লেনদেন করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কর্মকাণ্ডের কথা স্বীকার করে বলে জানায়।
র্যাব-১৩ দিনাজপুর ইউনিট কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব এর সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৮/ফারজানা