চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের মহসিন আলী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জাকির হোসেন খান আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গোবিন্দহুদা গ্রামের মৃত নূর বকসের ছেলে জয়নুর, ওয়াজ ও ছোট বুড়ো এবং একই গ্রামের মওলা বকসের ছেলে কুদ্দুস ও মসলেমের ছেলে লতিফ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ জানুয়ারি গোবিন্দহুদা গ্রামের দুখু মন্ডলের ছেলে মহসিন আলীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দন্ডপ্রাপ্তরা আসামিরা। পরদিন ১৭ জানুয়ারি মহসিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওইদিনই নিহতের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১৫ সালের ২০ জানুয়ারি আদালতে চার্জশীট দাখিল করেন।
চার্জশীটে ১৪ জন আসামির নাম উল্লেখ করা হয়। এ মামলায় আদালত ১৩ জন স্বাক্ষীকে পরীক্ষা করে দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাশ প্রদান করে আদালত।
বিডি প্রতিদিন/এ মজুমদার