ঘাটাইলে মোবাইল প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গণধর্ষন করেছে তিন যুবক। ১০ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাহাড়িয়া এলাকার চৌডাল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনায় জড়িত দুই ধর্ষককে গ্রেফতার করেছে।
ওই নারীর বাড়ি ঘাটাইল উপজেলার চানতারা গ্রামে। এ ব্যাপারে তিনি নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার জামুরিয়া ইউনিয়নের চানতারা গ্রামের মৃত নবাব আলীর মেয়ে (২৮)। প্রায় দুই বছর আগে স্বামী মারা যাবার পর সে পাঁচ বছর বয়সী এক পুত্র সন্তান নিয়ে ঘাটাইল পৌর শহরের খরাবর এলাকায় ভাড়া বাসায় থাকত। কিছুদিন যাবৎ উপজেলার চৌডাল গ্রামের সোবহানের ছেলে বাবুল হোসেন (২৫) এর সাথে তার মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম হলেও তাদের দুজনের দেখা সাক্ষাৎ হয়নি। মোবাইল ফোনে বাবুল গত ১০ এপ্রিল মঙ্গলবার রাতে মেয়েটিকে ঘাটাইল কলেজ মোড়ে এলাকায় আসতে বলে। তার কথা মতো মেয়েটি কলেজ মোড়ে আসলে বাবুল তাকে সিএজি যোগে উপজেলার চৌডাল এলাকার বনবিভাগের আকাশমনির বাগানে নিয়ে যায়। সেখানে কথিত প্রেমিক বাবুলের পরিকল্পনা মোতাবেক তিন বন্ধু পালক্রমে নারীটিকে ধর্ষণ করে বনের মধ্যে ফেলে রেখে যায়। পরে মেয়েটি ঐ রাতেই থানায় গিয়ে ঘটনাটি পুলিশে অবগত করে এবং নিজে বাদী হয়ে মামলা করে। তার দেয়া তথ্য মতে মোবাইল টেকিংয়ের মাধ্যমে পুলিশ ঘটনার প্রধান হোতা বাবুল হোসেন (২৫) এবং তার বন্ধু চৌডাল গ্রামের ছাদের আলীর ছেলে ইদ্রিছ আলী (৪০) কে গ্রেফতার করে। অপর ধর্ষক পলাতক রয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহি উদ্দিন পিপিএম জানান, ধর্ষিতাকে বৃহস্পতিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দুই ধর্ষককেও টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতার ও মামলার তদন্ত কাজ চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন