ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে ক্ষুদ্র ব্যবসায়ী সবুজ মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ফুলপুর থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, বড়ইকান্দি গ্রামের মৃত ইমান আলীর ছেলে সবুজ মিয়া খোকনের পৈতৃক বাড়িটিতে বসবাস না করার সুযোগে প্রতিবেশী দুলাল মিয়া গং তার বসতঘরটি ভাঙচুর করে মালামালসহ বেদখল নেয়। এব্যাপারে চেয়ারম্যান-মেম্বারসহ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে সবুজ মিয়া ফুলপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে বিবাদী দুলালকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ।
সবুজ জানান, জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি এসে দুলাল আরও বেপরোয়া হয়ে গেছে। সে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি আজ বৃহস্পতিবার সে ওই ভিটাতে নতুন করে আরও ঘর তুলছে।
এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমির উদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিটা দখলকারী দুলাল দরবারে ওই জমির কোন কাগজপত্র দেখাতে পারেনি। তদন্ত কর্মকর্তা এসআই বদিয়ার রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার