তিস্তা নদীর পানি নায্য হিস্যার দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রীক দল(বাসদ-মার্কসবাদী) জেলা কমিটি।
জেলা শহরের চৌরঙ্গি মোড়ে দুপুরে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নীলফামারী জেলা কমিটির সংগঠক রবীন্দ্র নাথ রায়।
বক্তব্য দেন বাসদ কৃষকফ্রন্টের রংপুর বিভাগীয় কমিটির সংগঠক আহসানুল হক তিতু, বাসদ জেলা কমিটির সভাপতি সৈয়দ লিটন তালুকদার, সাধারণ সম্পাদক বাবু অজয় কুমার রায় ও দিনাজপুর জেলা সংগঠক রেজাউল ইসলাম সবুজ।
বক্তারা অভিযোগ করে বলেন, সকল আন্তজার্তিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে উজানে এক তরফা পানি প্রত্যাহার করে ভারত বাংলাদেশের চতুর্থ নদী তিস্তাকে শুকিয়ে মারছে। গত ৫ বছরে ৩ জেলার ১২ উপজেলার (নীলফামারী, রংপুর ও দিনাজপুর) কৃষক-ক্ষেতমজুর ও কৃষি জমি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। হাজার হাজার মৎস্যজীবী ও মাঝি পরিবার বেকার, কৃষক-জনতার মধ্যে দেখা দিয়েছে চরম হাহাকার।
১১৭ কিলোমিটার তিস্তা নদীতে পানি না থাকায় চলতি বোরো মৌসুমে শুধুমাত্র নীলফামারী জেলায় ৬ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড।
মানববন্ধন সমাবেশে তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা প্রদান, তিস্তা সেচ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ চাষীদের ৬’শ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, তিস্তা সেচ প্রকল্প চালু রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং আন্তজার্তিক নদী আইন অমান্য করায় ভারতের বিরুদ্ধে আন্তজার্তিক আদালতে অভিযোগ উত্থাপনের দাবি জানানো হয়। মানববন্ধনের আগে শহরের শহীদ মিনার চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি মোড়ে মিলিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার