বগুড়ায় র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ফেনসিডিল এবং ইয়াবাসহ গ্রেফতার করেছে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
বগুড়া র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া সদরের সুলতানগঞ্জপাড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল ফোনসহ মোছা. সাহারা বিবিকে (৫০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাহারা দুপচাঁচিয়া উপজেলার বঙ্গপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের স্ত্রী। সে বগুড়া সদর থানাসহ বিভিন্ন এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র্যাব সদস্যরা জানায়।
অপরদিকে, বগুড়ার ধুনট থানা পুলিশ ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলাল হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। বুধবার রাতে ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতি গ্রামে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বানিয়াগাঁতি গ্রামের বাহের আলীর ছেলে।
বগুড়ার ধুনট থানার এসআই খোকন কুন্ডু জানান, গ্রেফতারকৃত বেলাল হোসেন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর আজ আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার