নাটোরে নলডাঙ্গায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে উপজেলার পাটুল গ্রামের হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রী কালিমাতা মন্দির পরিচালনা খরচের একমাত্র অবলম্বন পাটুল মৌজার সরকারি খাস পুকুর মাটি দিয়ে ভরাট করে ও পাটুল মৌজায় দুই দাগে কেনা মন্দিরের ২২ শতক নিজস্ব জমি জবর দখলের পায়তারা করার অভিযোগ করা হয়েছে।
মন্দির কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ানের পাটুল গ্রামে দীর্ঘ ১৩ পুরুষ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন ‘পাটুল শ্রী শ্রী কালিমাতা মন্দিরের ওই জমি ও খাস পুকুর ভোগ দখল করে আসছিল। কিন্তু বিগত কয়েক বছর হলো নলডাঙ্গা উপজেলা যুব লীগের সহ-সভাপতি পাটুল গ্রামের মৃত জহুরুল হক হুজুর আলী মাষ্টারের ছেলে মো. জিয়াউল হক কয়েকজন সন্ত্রাসী নিয়ে ক্ষমতার বলে পুকুরটি মাটি দিয়ে ভরাট করে জবর দখল করে নেয়ার চেষ্টা শুরু করেছে। তার অপর সহযোগী পাটুল গ্রামের মৃত সেকেন্দার আলী ছেলে কাজল ঐ জমিতে বাড়ি তৈরি করে দখল করার চেষ্টা করছে। জিয়ার আরেক সহযোগী একই গ্রামের মৃত মনিরে ছেলে সাইদুল ইসলামের বিরুদ্ধে মন্দিরের জমির গাছ কেটে নেয়ার অভিযোগ করা হয়েছে।
এসব বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে গত ২৮ মার্চ নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করা হলে তিনি বিষয়টি তদন্ত করে প্রতিবেদনের জন্য পিপরুল ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।
অপরদিকে, এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নলডাঙ্গা উপজেলা যুব লীগের সহ-সভাপতি পাটুল গ্রামের মৃত জহুরুল হক হুজুর আলী মাষ্টারের ছেলে জিয়াউল হক বলেছেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তারা এক ইঞ্চি জমিও দখল করেন নাই। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করার জন্য তহসিলদারকে দায়িত্ব দিয়ে তদন্ত হলেই সব প্রমাণ পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার