বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীতে গোসল করতে নেমে সাথী খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। সাথী খাতুন উপজেলার কৈয়াগাড়ি-বরইতলী গ্রামের শাহিনুর আলমের মেয়ে এবং ভান্ডারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
আজ দুপুর ১টার দিকে যমুনা নদীর বরইতলী ঘাটে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে সাথী খাতুন তার সহপাঠীদের সাথে যমুনা নদীর বরইতলী ঘাটে গোসল করতে নেমেছিল। গোসলের সময় অসাবধানবশত পানিতে ডুবে নিখোঁজ হয় সাথী। এ সময় একই সাথে গোসলে নামা অন্যান্য সহপাঠীরা তাকে খুঁজে না পেয়ে তাঁর স্বজনদের খবর দেয়। পরিবারের পক্ষ থেকে সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিখোঁজ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি।
বগুড়ার ধুনট ফায়ার সার্ভিস ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ডুবুরি দল না থাকায় নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ চালাতে হবে।
বগুড়ার ধুনট থানার ওসি খান মো. এরফান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার