নাটোর প্রতিনিধি-নাটোরে অস্ত্র মামলায় দুইজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এদের মধ্যে একজনকে ১০ বছর ও অন্য জনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। আজ যুগ্ম জেলা জজ (প্রথম) আদালতের বিচারক মো. নুরুজ্জামান সরকার এ আদেশ দেন। এ মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় তিন জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার শিবপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুল আলীম (২৭) ও একই গ্রামের শেখ মধু মিয়ার ছেলে আলমঙ্গীর শেখ (২৪)।
নাটোর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) সামসুন নাহার বিষয়টি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার