বাগেরহাটে পুলিশের অভিযানে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৬ বিএনপি নেতাসহ ৪৯ জনকে আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে এদেরকে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী ও অপরাধীদের ধরতে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৬ জন বিএনপি নেতা, ২ জন মাদক ব্যবসায়ী এবং বাকিরা বিভিন্ন মামলার পলাতক আসামী। আটকৃতদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার