নওগাঁয় ট্রেনে কাটা পড়ে আশিক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে রাণীনগর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশিক উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আনোয়ারুলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, ভোরে রাণীনগর রেল স্টেশন এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন আশিক। এসময় ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম