নরসিংদীর মনোহরদী উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোতাসিয়া ইউনিয়নের মান্দার টেক নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাতের লাশ উদ্ধার করে মনোহরদী হাসপাতালে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ১৫/১৬ জনের একটি ডাকাত দল গোতাসিয়া ইউনিয়নের মান্দার টেক গ্রামের ফাইজুদ্দিনের বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতর ডুকে পরিবারের সদস্যদের জিম্মি করা চেষ্টা চালায়। এসময় গৃহকর্তা ফাইজুদ্দিনের সাথে ডাকাতদের দস্তাদস্তি হয়। এতে ফাইজুদ্দিন আহত হলে পরিবারের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। গ্রামবাসীর উপস্থিত টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখন গ্রামবাসী ধাওয়া দিয়ে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়। তবে নিহত ডাকাতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ৩/৪ জন গ্রামবাসীকে আসামি করে একটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম