গণ হিস্টরিয়ায় আক্রান্ত নোয়াখালীর হাসানহাট উচ্চ বিদ্যালয় ও হাসানহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর গত তিনদিন ধরে হাসপাতালে চিকিৎসা চলছে। তবে, তারা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার হাসানহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চারজন ছাত্রী শ্রেণিকক্ষে সংজ্ঞাহীন হয়ে পড়ে। এরপর একে একে বিভিন্ন শ্রেণির আরো কয়েকজন শিক্ষার্থী এবং পাশের হাসানহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় ৬০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও বাকি ১০ জনের চিকিৎসা চলছে।
নোয়াখালীর সিভিল সার্জন ডা: বিধান সেনগুপ্ত শুক্রবার অসুস্থ শিক্ষার্থীদেরকে হাসপাতালে দেখতে যান। এ সময় তিনি জানান, তারা প্রত্যেকেই আশংকামুক্ত। এই রোগের প্রধান চিকিৎসা হচ্ছে কাউন্সিলিং। এ দিকে এ ঘটনার পর থেকে স্কুল দুটি বন্ধ রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন