নরসিংদীতে বরফকল শ্রমিক আইয়ুব মিয়া ওরফে বুলেট হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এরশাদ মিয়াকে (৩৪) ১টি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুুলিশ।
বৃহস্পতিবার রাতে শহরের ঘোড়াদিয়া বনবিভাগ এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত এরশাদ মিয়া চাঁদপুর জেলার মতলব থানার আমুয়াকান্দি এলাকার মৃত. সাদেক মিয়ার ছেলে ও নরসিংদী শহরের ভাসমান বাসিন্দা।
পুুলিশ জানায়, ২০০৮ সালে নরসিংদী শহরের বাজীর মোড় এলাকার একটি বরফ কলের শ্রমিক ও বানিয়াছল মহল্লার হেকিম সরকারের ছেলে আইয়ুব মিয়া ওরফে বুলেটকে ডেকে নিয়ে যায় এরশাদ মিয়াসহ অন্যান্য আসামিরা। পরে তাকে কুপিয়ে হত্যা শেষে চরাঞ্চলের করিমপুরের মেঘনা নদী এলাকায় ফেলে দেয়া হয়। এ ঘটনায় নিহতের পিতা হেকিম সরকার বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৬ সালে উক্ত মামলায় বিজ্ঞ আদালত আসামি এরশাদসহ ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নরসিংদী মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) মো: মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আসামি এরশাদকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সৈয়দুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি এরশাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন