বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ ফকরুল আলমের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে।
বাগেরহাট জেলা পুলিশ সুপার ও চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন উপজেলার বড়বাড়িয়া গ্রামের গৃহবধূ রাশিদা বেগম।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
চিতলমারী বড়বাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি শেখ ফকরুল আলম মাদক বেচাকেনার অভিযোগ অস্বীকার করে জানান, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি নিজেই মাদকের বিরুদ্ধে কাজ করছেন বলেও দাবী করেন।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, গৃহবধূ রাশিদা বেগমের অভিযোগটির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন