বাংলা নতুন বছর ১৪২৫-কে বরণ করে নিতে রায়পুরে চলছে শেষ মুহুর্তের জোর প্রস্তুতি। নতুন বছরকে বরণ করতে রায়পুর পৌর শহর থেকে গ্রাম পর্যায়ে চলছে নানা আয়োজন। মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণের প্রস্তুতি চলছে। পাশাপাশি রায়পুর নতুন বাজারে বৈশাখী মেলারও। রায়পুরে দিন রাত ব্যস্তসময় পার করছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও শিল্পীরা। আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতেই তাদের এই ব্যস্ততা।
প্রতিবছরের ন্যায় এবারও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, বিভিন্ন ধরণের খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া বৈশাখকে সামনে রেখে মাটি দিয়ে তৈরি হচ্ছে শিশুদের নানা ধরণের খেলনা। সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে বৈশাখ বরণের কর্মসূচি। উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে বলে জানা গেছে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে রায়পুরে এখন সাজ সাজ রব বিরাজ করছে। বর্ষবরণ উপলক্ষে রায়পুরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন