পরিচ্ছন্ন বগুড়া শহর গড়তে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পৌরসভা। ‘শুদ্ধতায় হাঁটি, গড়ে তুলি আমার পূন্ড্রনগরী’ শ্লোগানে আজ শুক্রবার সকালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
শুক্রবার সকালে বাংলা বছরের শেষ দিনে পরিচ্ছন্ন বগুড়া শহর গড়তে শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, পৌর মেয়র এড. একেএম মাহবুবর রহমান, পরিবেশ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক আশরাফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম, অতি: জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, অতি: জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুস সামাদ, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট আলীমুন রাজীব, সদর ইউএনও মোহাম্মদ হামিদুল ইসলাম, অতি: পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু প্রমুখ।
উল্লেখ্য শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ আশেপাশের এলাকা থেকে সকল বিলবোর্ড অপসারনসহ ফুটপাত থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট অপসারনসহ যানজট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর