টাঙ্গাইলের দেলদুয়ারে মোটরসাইকেল চাপায় দুইজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
উপজেলার গোমজানী এলাকায় বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার কুমুরিয়া গ্রামের সেলিমের ছেলে মো. রাব্বি (১৬) টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের মৃত তাজু বয়াতীর ছেলে আরফান (৫৫)। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে।
দেলদুয়ার থানার ওসি জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে রাব্বি উপজেলার কুমুরিয়া এলাকায় সাইকেলযোগে রাস্তা পাড় হচ্ছিল। এ সময় টাঙ্গাইলগামী একটি মোটরসাইকেল ওই সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে দুইজনের মৃত্যু হয়।
বিডিপ্রতিদিন/ ই-জাহান