সুন্দরবন থেকে হরিণের মাংসসহ পলাশ সরদার (৩৫) নামে এক যুবককে আজ আটক করেছে বন বিভাগ। আটক পলাশ মোংলা উপজেলার জয়মনি এলাকার নবীন সরদারের ছেলে। এসময় ১৫ কেজি হরিণের মাংস ও একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিন কবির বলেন, পাচারের উদ্দেশে হরিণের মাংস বহনের অভিযোগে পলাশকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশকে বাগেরহাট বন আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার