বগুড়ায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবিলম্বে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা, ইনক্রিমেন্ট প্রদান ও চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আজ বগুড় শহরের পৌর এ্যাডওয়ার্ড পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শেষে শহরে মিছিল করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা, আব্দুল মান্নান, মিজানুর রহমান, আব্দুল¬াহ আল মুতী মামুন, মোঃ আব্দুল হাই, ফেরদৌস আলম, অধ্যাপক সরওয়ার হোসাইন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার