গাজীপুর জেলার বানার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে হুমকির মুখে পড়েছে বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিড লাইন। এরমধ্যে স্থানীয় ফুটবল খোলার মাট ও কড়ইবাগানসহ ৫০ বিঘা জমি নদীতে তলিয়ে গেছে।
এ বিষয়ে গাজিপুর জেলা প্রশাসকের নির্দেশে গত বছর এসি ল্যান্ড সরেজমিন পরিদর্শন করেন। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় ভূমি অফিসকে নির্দেশ দেন। এ বিষয়ে কাপাসিয়া থানায় মামলা করে (নং-২৬, তাং-২২-৬-১৭) টোক ইউনিয়ন ভূমি অফিস। কিন্তু অদ্যাপি কেউ গ্রেফতার হয়নি। বালু উত্তোলনও বন্ধ হয়নি। স্থানীয় পুলিশ ফাড়ি ৩ গজ সামনে থেকে প্রকাশ্যে এই অবৈধ বালু উত্তোলন চলছে এবং তা বরমী বাজারের পাশে প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রূমে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবিসহ এসব অভিযোগ করেন বানার জলমহালের ইজারাদার ও রঙধনু ট্রেডাসের মালিক এম এইচ নোমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার