সাংবাদিকদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিষয়ক রিপোটিং প্রশিক্ষণ শুরু হয়েছে বগুড়ায়। আজ সকাল ১০ টায় বগুড়া সার্কিট হাউসের সভা কক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের আয়োজনে ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় এটুআই প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণে বগুড়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু। এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ। এসময় বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহাত মিনহাজ ও পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান। আগামীকাল বৃহস্পতিবার প্রশিক্ষণ প্রদান করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে।
বিডি প্রতিদিন/এ মজুমদার