বগুড়ার শিবগঞ্জের বিহারের উত্তরপাড়া গ্রামে গ্রামীণ পর্যায়ের সুবিধা বঞ্চিত ২৫ জন দুঃস্থ নারীকে বেসরকারি সংস্থা পল্লী উন্নয়ন প্রকল্প থেকে হস্তশিল্প প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
৬ মাসের প্রশিক্ষণ প্রদান শেষে বুধবার দুপুরে প্রশিক্ষণ গ্রহণকারী প্রত্যেক নারীকে হস্তশিল্প কাজে ব্যবহার যোগ্য উপকরণ প্রদান করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়ার সহযোগিতায় ১২ তম ব্যাচে গ্রামীণ নারীদের প্রশিক্ষিত করার মধ্যে দিয়ে তাদের নিজেদের আয়ের পথ সৃষ্টি করাতে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের সমাপনী দিনে আয়োজিত আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) বগুড়ার প্রধান সমন্বয়কারী সেখ মোঃ আবু হাসানাত। প্রশিক্ষণটি পরিচালনা করেন পিইউপির প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ ও ভাতা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন