নাটোরের নলডাঙ্গায় পঞ্চম শ্রেণির ছাত্রী মায়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে মোবারক হোসেন কালু ও মো. মিঠুন নামে ২ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।আজ দুপুরে নাটোরের শিশু আদালতের বিচারক মোহম্মদ হাসানুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৭ জুলাই নাটোরের নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মায়া সকালে স্কুলে যায়।টিফিনের পর সে নিখোঁজ হয়।মায়ার বান্ধবী জুইয়ের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয় বারনই নদীর ধারের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে।এঘটনায় মায়ার বাবা জহুরুল ইসলাম বাদি হয়ে মামলা করলে পুলিশ দন্ডপ্রাপ্ত ২ জনকে আটক করে।পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার