নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১০৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট জাকির হোসেন তোতা (২৬) ও আবুল হাসেম ওরফে হাস্যা ডাকাতকে (৪২) পৃথক অভিযানে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় চরপার্বতী ও সিরাজপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার তদন্ত মো. রবিউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় কোম্পানীগঞ্জ থানার এএসআাই জসীম উদ্দীন ও নূরুল হুদাসহ সঙ্গীয় ফোর্স সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ জাকির হোসেন তোতাকে গ্রেফকার করে। একই সময় চরপার্বতী ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় থেকে আবুল হাসেম ওরফে হাস্যা ডাকাতকে ৫৪ পিস ইয়াবা ও ২৪ পুরিয়া (৫০গ্রাম) গাজাঁসহ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে।
মাদক সম্রাট জাকির হোসেন তোতা সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর ৩নং ওয়ার্ডের আবুল গফুরের ছেলে। অপর মাদক সম্রাট আবুল হাসেম ওরফে হাস্যা ডাকাত চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত আবুল কালামের ছেলে। গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক মামলাসহ কয়েকটি ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার