রাজশাহীর বাঘায় পাঁচ দিন ধরে মানিক (১৫) নামে নবম শ্রেণীর এ ছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের পরিবার দিশাহারা হয়ে পড়েছেন। অনেক খোঁজাখুঁজি করেও মানিককে না পাওয়ায় বাঘা থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন তারা।
জানা যায়, উপজেলার ঢাকা চন্দ্রগাথী গ্রামের সাইফুল ইসলামের ছেলে মানিক আলী (১৫) বৈশাখী অনুষ্ঠান দেখার জন্য নিজ বাড়ি থেকে বাঘা সদরে আসে। তিন দিনেও বাড়িতে ফিরে না আসায় গত সোমবার তার চাচা রবিউল ইসলাম বাদি হয়ে বাঘা থানায় সাধারণ জিডি করেন। জিপি নম্বর ৬৯৯। মানিক আলীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, স্বাস্থ্য ভাল, গায়ের রং ফরসা, মুখমণ্ডল গোলাকার, তার পরনে নীল-সাদা রঙের গেঞ্জি ও নীল প্যান্ট ছিল। সে স্থানীয় বাংলা ভাষায় কথা বলে। মানিক আলী লালপুর উপজেলার রামপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
চাচা রবিউল ইসলাম বলেন, মানিক আলীর মা লাকি খাতুনকে তার বাবা সাইফুল ইসলাম সাত বছর আগে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় আদালত সাইফুল ইসলামকে যাবত জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বর্তমানে সে রাজশাহীর কারাগারে আটক রয়েছে। তাই মানিক আলীর আপন বলতে আমি। তাকে আমি দেখাশুনা করি। স্কুলের ছুটিতে বাড়ি এসে পহেলা বৈশাখের দিন অনুষ্ঠান দেখার নাম করে বাঘায় আসে। আর বাড়ি ফিরেনি। তারপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষ বাঘা থানায় একটি জিডি করেছি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, এই ব্যাপারে মানিক আলী নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ জিডি করা হয়েছে। তার নিখোঁজের ব্যাপারে বিভিন্ন থানায় ম্যাসেজ দিয়ে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৮/এনায়েত করিম