পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় উপজেলায় নিখোঁজের ৪ দিন পরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার মঠবাড়িয়া উপজেলার বড়শৌলা গ্রামের গোলাপ খাঁর বাড়ির সামনের খাল থেকে যুবক আরিফুলের লাশ উদ্ধার করা হয় । নিহত আরিফুল ইসলাম (১৯) মঠবাগিড়য়া উপজেলার মিরুখালী ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র। আরিফুল পেশায় পিকআপ চালক।
মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, গত শনিবার বিকেলে আরিফুল বাড়ি থেকে বের হয়ে স্থানীয় মুসুল্লী বাড়ি বাজারের গিয়ে আর ফেরেনি। আরিফুলের স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে মঙ্গলবার মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার মা।
এরপরে বুধবার দুপুরে বড়শৌলা গ্রামের গোলাপ খাঁর বাড়ির সামনের খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করার পরে আরিফুলের পরিবারের লোকজন তাকে সনাক্ত করে। নিহত যুবকের মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ওই যুবককে হত্যা করে লাশ খালে ফেলে দেয়া হয়েছে । মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার আরো জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড এবং এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান