আবহমান বাংলার জনপ্রিয় ‘লাঠি খেলা' অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের খানসামায়।
বাংলা নববর্ষ উপলক্ষে পঞ্চম দিন বুধবার বিকালে কবিরাজ বাজারের পাশে খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কালের বিবতর্নে আর সময়ের সঙ্গে পালা দিয়ে হারাতে বসা আবহমান বাংলার জনপ্রিয় এই খেলা দেখতে খানসামা উপজেলার দুর-দুরান্তের গ্রাম থেকে শিশু, কিশোর, মহিলাসহ নানা বয়সী প্রায় কয়েক হাজার মানুষ ভীড় জমায়।
বুধবার বিকালে কবিরাজ বাজারের পাশে খোলা মাঠে ছাতিয়ান গড় গ্রামের এনামুল, আজগার আলী ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে অংশগ্রহণ করেন ছাতিয়ান গড় ও ছিট আলোকডিহি গ্রামের ২৫ জন লাঠি খেলোওয়াড়।
এই জনপ্রিয় খেলার আয়োজন করে খানসামা উপজেলার ছিট আলোকডিহি গ্রামের ইছামতি নদীর তীরে অবস্থিত কবিরাজ বাজারের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউর রহমান কবিরাজ। এছাড়াও খেলা কমিটির সভাপতি সহিরউদ্দীন, সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মহির, কোষাধ্যক্ষ ফলিলুর রহমান সহ কমিটিবৃন্দরা এ খেলার আয়োজন করেন।
বাজার প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউর রহমান কবিরাজ জানান, গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে লাঠি খেলার পাশাপাশি কয়েকদিনের মধ্যে হা-ডু-ডু, পাতা খেলা ও কবির গানের আয়োজন করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন