মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম অজয় গোয়ালা, বয়স ২০ বছর। এতে আহত হয়েছেন আরও চারজন। সোমবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে বজ্রপাতে আহত হন অজয়সহ পাঁচ শ্রমিক। পরে হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে অজয়ের মৃত্যু হয়।
জানা যায়, ঝড়বৃষ্টির মধ্যে ওই পাঁচজন লেবু বাগানে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের মধ্যে অজয় ও রিপনের অবস্থার অবনতি হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে অজয়ের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস ছোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
অজয় লাখাইছড়া চা বাগানের বাসিন্দা চা শ্রমিক দিপক গোয়ালার ছেলে। অন্যদিকে আহতরা হলেন- একই এলাকার রাখাল (৩২), জিতেন (৩০), কিশোর গোয়ালা (২৫) ও রিপন ভূইয়া (২০)।
বিডি প্রতিদিন/৩০এপ্রিল ২০১৮/ওয়াসিফ