কুমিল্লার মেঘনা উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার লুটেরচর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার ভাটেরচর ও মেঘনা থানার লুটেরচর এলাকার সংযোগ সড়কে মেঘনা নদীর শাখা নদীর ওপরে নির্মিত সেতুর নিচে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন। ওই যুবকের পরনে চেক ফুল হাতা শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্ট ছিলো।
মেঘনা থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের নামপরিচয় জানার চেষ্টা চলছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন আহম্মেদ জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর মরদেহটি সেতুর নিচে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
বিডিপ্রতিদিন/ ই-জাহান