“শ্রমিক-মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের নের্তৃত্বে শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিজ নিজ ব্যানরে র্যালিতে অংশ গ্রহণ করে।
র্যালি শেষে কালেক্টরেট চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক আজমল হক, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সি রেজাউল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাসেম মোল্যা, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান স্বপন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/১মে ২০১৮/ওয়াসিফ