নোয়াখালীতে র্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মে দিবস পালিত হচ্ছে। সকালে জেলা শহর মাইজদীতে পৌর শ্রমিক লীগ, হোটেল কর্মচারী সংগঠন ও বাসদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা এক বর্ণাঢ্য র্যালি বের করে।
হোটেল গুলো বন্ধ রেখে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হোটেল শ্রমিকরা। পরে জেলা আওয়ালীগ অফিসে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক একেএম শামছুদ্দিন জেহান, সুধারাম থানা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শিহার উদ্দিন শাহীন, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, পৌর শ্রমিক লীগের নেতা বেলাল উদ্দিন ও কামরুল হাসান সহ প্রমুখ।
বিডি প্রতিদিন/ই-জাহান