নানা আয়োজনে বগুড়া মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া-মাহফিল করেছে বিভিন্ন সংগঠন। আজ সকালে শহরে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর শ্রম কল্যাণ কেন্দ্র এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বগুড়ার আয়োজনে বিশাল র্যালি বের হয়।
র্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, অতি. জেলা প্রশাসক রায়হানা ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক পার্টির উদ্যোগে আলোচনা সভা সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শ্রমিকনেতা জহুরুল ইসলাম মটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় সদস্য ফারুক আহম্মেদ, আব্দুস সালাম বাবু, জেলা জাপানেতা আলহাজ্ব আব্দুল আলীম, লুৎফর রহমান স্বপন, আজিজ আহমেদ রুবেল, হাবিবুর রহমান হাবিব, এইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহিদ, ফরহাদ আলী খোকন, রেজাউল করিম সাজু, আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম নসু, বাদশা মিঞা, মজনু মিঞা প্রমুখ।
এছাড়া শহরে জেলা শ্রমিকলীগ, শ্রমিকদল, শ্রমিক পার্টি, মোটর শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, লেদ শ্রমিক ইউনিয়ন, ছ’মিল শ্রমিক ইউনিয়ন, ইসলামি শ্রমিক আন্দোলন, জাতীয় শ্রমিক জোট, বগুড়া সাংবাদিক ইউনিয়ন পৃথকভাবে র্যালী ও আলোচনা সভা করেছে।
বগুড়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রদীপ ভট্টাচার্য শংকর, আরিফ রেহমান, মাহমুদুল আলম নয়ন, আখতারুজ্জামান, আমজাদ হোসেন মিন্টু, সমুদ্র হক, আব্দুস সালাম বাবু, জেএম রউফ, মাসুদুর রহমান রানা, আব্দুর রহমান টুলু, সবুর আল মামুন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার